
বাংলাদেশ পূজা উদযা্পন পরিষদ, কেন্দ্রীয় কমিটি আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা-২০২৫ এর অংশ হিসেবে ১৬ জানুয়ারি শুক্রবার ২০২৬ ইং বরিশাল বিভাগীয় পর্যায়ে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযা্পন পরিষদ বরিশাল জেলা ও মহানগর এর যৌথ উদ্যোগ ও আয়োজনে বরিশাল কালীবাড়ি রোড সংলগ্ন ঐতিহ্যবাহী ধর্মরক্ষিনী সভাগৃহে এই শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ভক্তবৃন্দ, অতিথিবৃন্দ ও দর্শনার্থীদের উপস্থিতিতে নানান বয়সের ছেলেমেয়েরা উক্ত প্রতিযোগিতামুলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কর এর পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে গীতা পাঠ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুডু, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিরন কুমার দাস মিঠু, মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র কর, বরিশাল জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অসিত রায় সহ চারজন বিচারক উপস্থিত ছিলেন।