
কনকনে শীতের তীব্রতায় যখন দরিদ্র ও অসহায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, ঠিক তখনই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ হিন্দু ছাত্র ও স্বেচ্ছাসেবক মহাসংঘ। সংগঠনটির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।
শুক্রবার (আজ) কুড়িগ্রাম কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে গরীব ও অসহায় নারী, পুরুষ ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব এবং মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু ছাত্র ও স্বেচ্ছাসেবক মহাসংঘ, কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক সদস্যরা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কালী মন্দির কমিটির প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন,
“মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের এই আয়োজন। সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আগামীতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু ছাত্র ও স্বেচ্ছাসেবক মহাসংঘ দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।