ভালোবাসার টানে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মেয়ে সানিয়া খাতুন নামের এক তরুণী। ধর্মান্তরের পর তিনি নতুন নাম রেখেছেন মিষ্টি চ্যাটার্জী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তিনি ও তাঁর ভালোবাসার মানুষ দীপ চ্যাটার্জী রেজিস্ট্রির মাধ্যমে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। “সত্য সনাতন টিভি”
পারিবারিক সূত্রে জানা গেছে, দীপ ও সানিয়ার মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি ঘটেছে আজকের এই রেজিস্ট্রি বিয়েতে। সানিয়া নিজ ইচ্ছায় ধর্মান্তরিত হয়ে সনাতন ধর্ম গ্রহণ করেন এবং এর পরপরই তাদের বিবাহ সম্পন্ন হয়। “সত্য সনাতন টিভি”
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই দম্পতির ছবি ছড়িয়ে পড়লে অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কেউ কেউ এই ঘটনাকে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার দৃষ্টান্ত হিসেবেও দেখছেন।
স্থানীয়ভাবে জানা গেছে, উভয় পরিবারের পক্ষ থেকেও নবদম্পতির প্রতি আশীর্বাদ জানানো হয়েছে। দীপ ও মিষ্টি বর্তমানে একসঙ্গে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেছেন। “সত্য সনাতন টিভি”