
সরস্বতী পূজাকে কেন্দ্র করে চট্টগ্রামের চন্দনাইশে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজনের অপেক্ষায় রয়েছেন সনাতনী তরুণরা। চন্দনাইশ উপজেলার বৈলতলী বুড়ির দোকান এলাকার পশ্চিম বৈলতলীতে স্বামী বিবেকানন্দ পরিষদের উদ্যোগে আয়োজিত সরস্বতী পূজার অনুষ্ঠানে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে যাচ্ছে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘ওঁ শান্তি’। সত্য সনাতন টিভি
আগামী ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার রাত ১০ ঘটিকায় ব্যান্ডটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
ধর্মীয় ভাবধারার সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্র ও সংগীতের সমন্বয়ে নতুন ধারার সনাতনী গান উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে ব্যান্ডটি। আয়োজকদের ভাষ্য, আধুনিক সংগীতের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে সনাতন ধর্মীয় চেতনা ও ভক্তিকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। “সত্য সনাতন টিভি”
ব্যান্ডটির সদস্যরা সবাই অভিজ্ঞ ও প্রতিভাবান শিল্পী। ড্রামে থাকছেন সৌরভ দাশ আদি। কিবোর্ডে শয়ন দাশ। তবলা ও হ্যান্ডসোনিকে শুভ, যিনি তাঁর তাল ও লয়ের দক্ষতায় রিদম সেকশনকে প্রাণবন্ত করবেন। লিড গিটারে অনিক বৈদ্য এবং পারকিন্সে পাপন বিশ্বাস। বংশীতে থাকছেন সুজন, যিনি তাঁর সুরের মাধুর্যে সংগীতের মেলোডিক দিকটি আরও সমৃদ্ধ করবেন।
গায়ক হিসেবে থাকছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীমান সঞ্জয় দাশ। সহযোগী ভোকালে থাকবেন আপন বিশ্বাস ও শ্রী নয়ন সাহা। “সত্য সনাতন টিভি”
আয়োজকদের আশা, ধর্মীয় সংগীতের পাশাপাশি শক্তিশালী সুর ও তালের পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ ও উচ্ছ্বসিত করবে।
ব্যান্ড ‘ওঁ শান্তি’ জানায়, সনাতন ধর্মের গৌরব, বিশ্বাস ও ভক্তিকে রক সংগীতের ভাষায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।