
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত চন্দ্র দাসকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি রোজ শনিবার মাদারীপুর জেলার রাজৈর থানাধীন কদমবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দীপ্ত চন্দ্র দাস হত্যার সঙ্গে জড়িত সকল খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রেন্ডস-এর সভাপতি রাজিব সরকার রাজু, এডভোকেট গৌরাঙ্গ বসু, পূজা উদযাপন ফ্রন্টের নেতা সঞ্জিত দাসসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে একজন নিরপরাধ মানুষকে হত্যা মানবতা ও আইনের চরম লঙ্ঘন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। “সত্য সনাতন টিভি”
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী সর্বস্তরের জনগণ ‘খুনিদের ফাঁসি চাই’, ‘ন্যায়বিচার চাই’ এমন নানা স্লোগান দেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে।