
নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহে ভালুকায় গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিঠিয়ে ও মধ্যযুগীয় কায়দায় আগুনে পুরিয়ে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে ২৩ ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় খাগড়াছড়ি শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন সনাতনী সমাজ ও সনাতনী ধর্মীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবে সভাপতি শ্রী তরুন ভট্টাচার্য, খাগড়াছড়ি জেলা সনাতন সমাজ কল্যান পরিষদের সভাপতি শ্রী অশোক মজুমদার সংগঠক পরিমল শীল, দিঘীনালা সনাতন সমাজ কল্যান পরিষদের সভাপতি শ্রী সুজন দাশ মহোদয় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ দীপু দাশকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে দীপু দাশের আত্নার শান্তিতে প্রতিটি মন্দিরে মন্দিরে আারাধনা ও উপাসনা করা হয়, সত্য সনাতন টিভি
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মব-ভায়োলেন্সের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে মব-সহিংসতা ক্রমশ মধ্যযুগীয় বর্বরতার মাত্রা ছাড়িয়ে যাবে এবং দেশ নৈরাজ্যের মুখে পড়বে।
সভায় বক্তব্য রাখেন সমাজ কল্যান পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাসের সভাপতিত্বে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার, চেম্বার অব কমার্সের পরিচালক সুদর্শন দত্তসহ স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।