
ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস এবং লক্ষীপুরের শিশু কন্যা আয়েশাকে বিনা দোষে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (আজ) দুপুর ০৩ ঘটিকায় “সচেতন শ্রীমঙ্গলবাসী”-র উদ্যোগে শ্রীমঙ্গল শহরের চৌমুহনী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা নিরীহ মানুষকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানান। অংশগ্রহণকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজ ও মানবতার জন্য চরম হুমকি। অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের চিহ্নিতকরণ এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।