
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বরযাত্রী ও বিয়ের অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত এক ব্রাহ্মণের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে গত ২ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকার দিকে। বন্দর থানার মাত্র দেড়শ গজ দূরে রুপালী ওয়াসা পাম্পের সামনে এই ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু ধর্মীয় রীতিতে শুক্রবার রাতে বন্দর উপজেলার রুপালী আবাসিক এলাকার বাসিন্দা হরি চন্দ্র দাসের বড় মেয়ে দীপা রানী দাসের সঙ্গে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আব্দুল্লাহবাদ এলাকার বাসিন্দা বাসুদেব দাসের ছেলে নিরঞ্জন দাসের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীরা রাতেই নিজ নিজ গন্তব্যে ফেরার পথে রুপালী ওয়াসা পাম্প এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা বরযাত্রীদের একজন এবং বিয়ের অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত এক ব্রাহ্মণের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সত্য সনাতন টিভি
এ বিষয়ে বন্দর থানার সেকেন্ড অফিসার (এসআই) মনির জানান, ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।