1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মুরাদনগরের আন্দিকূটে ৩২ প্রহরব্যাপী ৭২তম বর্ষ শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের ভোলা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন। বিদ্যাদায়িনী মার আরাধনায় NPS-এর সরস্বতী পূজা ১৪৩২, চট্টগ্রামের আছাদগঞ্জে ৪র্থ বর্ষের আয়োজনে মহোৎসব। আদিনাথ মন্দিরে হিসাবরক্ষকের দ্বারা দূর থেকে আসা দর্শনার্থীদের হেনস্থার অভিযোগ ভেঙে ফেলা হচ্ছে বাগেরহাটের মঘিয়া জমিদারবাড়ি। অমল কুমার চৌধুরী (মহিষাসুর)-এর চিরবিদায়: নিভে গেল এক বাঙ্গালীর মহালয়ারভোরের অট্টহাসির এক মুখ। চিকিৎসার অভাবে বিপন্ন নোয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র প্রিতম। মহেশখালীর আদিনাথ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মকর সংক্রান্তি। রাউজানে হিন্দু বসতঘরে অগ্নিসংযোগ, আরও ৬ জন গ্রেপ্তার, মোট আটক ৭ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুলে ফেলা হলো সরস্বতী পূজার ব্যানার! ক্ষোভে ফুসছে সনাতনী শিক্ষার্থীরা।

দীপু চন্দ্র দাসকে বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : সুমন দেবনাথ | বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুনে পোড়ানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বরিশাল নগরী।

 

২২ ডিসেম্বর সোমবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল সংখ্যালঘু ঐক্য মোর্চার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে সমাবেশে বরিশাল জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি(কুডু) সহ সনাতনী সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 

বক্তারা দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনাকে ‘মধ্যযুগীয় বর্বরতা’ হিসেবে অভিহিত করে গভীর ক্ষোভ প্রকাশ করেন।

 

সুরঞ্জিত দত্ত লিটু বলেন, “গুজব ছড়িয়ে একজন নিরপরাধ মানুষকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই সংখ্যালঘু সম্প্রদায় আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।” অনতিবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

 

মানিক মুখার্জি কুডু বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। “দীপু ছিল তার দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে স্ত্রী ও অবুঝ শিশু সন্তানসহ পুরো পরিবারটি আজ পথে বসেছে।আমি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই। সত্য সনাতন টিভি

 

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাব ও পুলিশের অভিযানে ইতোমধ্যে ১২ জনকে গ্রেফতার করে তিন দিন করে রিমান্ড দিয়েছে আদালত এবং তদন্তে ধর্ম অবমাননার কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি।

 

বরিশাল জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অসিত রায় সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. সুবাস দাস নিতাই, কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, স্বপন কর, মিঠুন দত্ত, অনিক গোলদার, রাখি দাস, প্রান্ত দত্ত, অনিম বসু, চিন্ময় রায়, অয়ন চক্রবর্তী।

 

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক দু়লাল দাস, বীর মুক্তিযোদ্ধা ললিত দাস, বরিশাল জেলা যুব ঐক্য পরিষদের সাবেক সভাপতি চন্দন কুমার দাস, সম্পাদক শুভ দাস কমল, আর্যলক্ষী সমিত, নন্দ দুলাল সাহ, তুষার সেন সহ বিভিন্ন মঠ মন্দিরের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট