
সিলেট নগরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ার জমি ও সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ তুলেছেন আখড়ার স্থায়ী বাসিন্দা ও সেবায়েত রতন দেব। গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে রতন দেব বলেন, সিলেট শহরের চৌহাট্টা এলাকায় অবস্থিত প্রায় দুই শতাধিক বছরের পুরোনো এই আখড়াটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। ২০০৪ সাল থেকে একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে আখড়ার জমি দখল, অর্থ আত্মসাৎ ও স্থাপনা ভাঙচুরে জড়িত।
তিনি অভিযোগ করেন, আখড়ার সম্পত্তি রক্ষণাবেক্ষণের নামে বিভিন্ন সময় জাল দলিল তৈরি করে প্রায় ১২ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জমি বিক্রি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগও করেন তিনি। “সত্য সনাতন টিভি”
রতন দেব বলেন, “আমার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আখড়া ছাড়তে বাধ্য করা হয়েছে। মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। এমনকি আখড়ার মন্দির ভেঙে দোকানঘর নির্মাণের চেষ্টাও করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ১৯৯৫ সালে আখড়ার তৎকালীন সম্পাদক রতন মোহন দাস পুরাতন দলিল ও রেকর্ড সংগ্রহ করেন। পরবর্তীতে ২০০৫ সালে আদালতে মামলা দায়ের করা হলেও প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ন্যায়বিচার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করা হয়।
রতন দেব দাবি করেন, সম্প্রতি আখড়ার জমিতে পুনরায় দখলের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত, অবৈধ দখল উচ্ছেদ এবং আখড়ার জমি ও ধর্মীয় স্থাপনা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। “সত্য সনাতন টিভি”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ ও আখড়ার অনুসারীরা। তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।