1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
মুরাদনগরের আন্দিকূটে ৩২ প্রহরব্যাপী ৭২তম বর্ষ শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের ভোলা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন। বিদ্যাদায়িনী মার আরাধনায় NPS-এর সরস্বতী পূজা ১৪৩২, চট্টগ্রামের আছাদগঞ্জে ৪র্থ বর্ষের আয়োজনে মহোৎসব। আদিনাথ মন্দিরে হিসাবরক্ষকের দ্বারা দূর থেকে আসা দর্শনার্থীদের হেনস্থার অভিযোগ ভেঙে ফেলা হচ্ছে বাগেরহাটের মঘিয়া জমিদারবাড়ি। অমল কুমার চৌধুরী (মহিষাসুর)-এর চিরবিদায়: নিভে গেল এক বাঙ্গালীর মহালয়ারভোরের অট্টহাসির এক মুখ। চিকিৎসার অভাবে বিপন্ন নোয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র প্রিতম। মহেশখালীর আদিনাথ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মকর সংক্রান্তি। রাউজানে হিন্দু বসতঘরে অগ্নিসংযোগ, আরও ৬ জন গ্রেপ্তার, মোট আটক ৭ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুলে ফেলা হলো সরস্বতী পূজার ব্যানার! ক্ষোভে ফুসছে সনাতনী শিক্ষার্থীরা।

প্রনাম ব্যান্ডের ভোকালিস্ট রোমারিও সূত্রধরকে নিয়ে মিথ্যা অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক : জয় দেব নাথ | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

সনাতনী ধর্মীয় ব্যান্ড “প্রনাম”-এর ভোকালিস্ট রোমারিও সূত্রধরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত ও মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তোলা হলেও বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রোমারিও সূত্রধর নিজেই।

 

জানা যায়, গত ১৩ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, শনিবার রাত আনুমানিক ৭ ঘটিকার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “Mohammad Marjan” নামে একটি পেইজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড প্রকাশ করা হয়, যেখানে এক পাশে রোমারিও সূত্রধরের অফিসিয়াল ফেইসবুক পেইজের প্রোফাইল ছবি এবং অপর পাশে একটি গিটারের ওপর দুটি কালী মায়ের মূর্তি দেখানো হয়। একই ছবিতে এর নিচে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কুরআন শরিফ-এর একটি ছবি সংযুক্ত করা হয়। “সত্য সনাতন টিভি”

 

এই ফটোকার্ডটি ঘিরে রোমারিও সূত্রধরের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অপচেষ্টা চালানো হয়, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তি সৃষ্টি করে।

 

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রোমারিও সূত্রধর স্পষ্টভাবে দাবি করেন, ছবিতে ব্যবহৃত কুরআনের অংশটি আসল নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা একটি ভুয়া ছবি। তিনি বলেন, “আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই এই অপপ্রচার চালানো হয়েছে। আমি কখনোই কোনো ধর্মকে অবমাননা করি না।” এই বিষয়ে আজ থানাই জিডি করবেন বলে ও জানান তিনি। “সত্য সনাতন টিভি”

 

তিনি আরও জানান, তার অফিসিয়াল ফেইসবুক পেইজ বা ব্যক্তিগত কোনো প্ল্যাটফর্ম থেকেই এ ধরনের কোনো ছবি প্রকাশ করা হয়নি। পুরো বিষয়টি সুপরিকল্পিতভাবে সাজানো একটি ডিজিটাল ফেইক কনটেন্ট।

 

সচেতন মহলের মতে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই-নির্ভর ভুয়া ছবি ও তথ্য ছড়িয়ে ব্যক্তি ও গোষ্ঠীকে বিতর্কিত করার প্রবণতা বাড়ছে। এ ধরনের অপপ্রচার ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।

 

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষকে যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট