
সনাতনী ধর্মীয় ব্যান্ড “প্রনাম”-এর ভোকালিস্ট রোমারিও সূত্রধরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত ও মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তোলা হলেও বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রোমারিও সূত্রধর নিজেই।
জানা যায়, গত ১৩ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, শনিবার রাত আনুমানিক ৭ ঘটিকার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “Mohammad Marjan” নামে একটি পেইজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড প্রকাশ করা হয়, যেখানে এক পাশে রোমারিও সূত্রধরের অফিসিয়াল ফেইসবুক পেইজের প্রোফাইল ছবি এবং অপর পাশে একটি গিটারের ওপর দুটি কালী মায়ের মূর্তি দেখানো হয়। একই ছবিতে এর নিচে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কুরআন শরিফ-এর একটি ছবি সংযুক্ত করা হয়। “সত্য সনাতন টিভি”
এই ফটোকার্ডটি ঘিরে রোমারিও সূত্রধরের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অপচেষ্টা চালানো হয়, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তি সৃষ্টি করে।
তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রোমারিও সূত্রধর স্পষ্টভাবে দাবি করেন, ছবিতে ব্যবহৃত কুরআনের অংশটি আসল নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা একটি ভুয়া ছবি। তিনি বলেন, “আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই এই অপপ্রচার চালানো হয়েছে। আমি কখনোই কোনো ধর্মকে অবমাননা করি না।” এই বিষয়ে আজ থানাই জিডি করবেন বলে ও জানান তিনি। “সত্য সনাতন টিভি”
তিনি আরও জানান, তার অফিসিয়াল ফেইসবুক পেইজ বা ব্যক্তিগত কোনো প্ল্যাটফর্ম থেকেই এ ধরনের কোনো ছবি প্রকাশ করা হয়নি। পুরো বিষয়টি সুপরিকল্পিতভাবে সাজানো একটি ডিজিটাল ফেইক কনটেন্ট।
সচেতন মহলের মতে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই-নির্ভর ভুয়া ছবি ও তথ্য ছড়িয়ে ব্যক্তি ও গোষ্ঠীকে বিতর্কিত করার প্রবণতা বাড়ছে। এ ধরনের অপপ্রচার ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষকে যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।