1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুরাদনগরের আন্দিকূটে ৩২ প্রহরব্যাপী ৭২তম বর্ষ শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের ভোলা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন। বিদ্যাদায়িনী মার আরাধনায় NPS-এর সরস্বতী পূজা ১৪৩২, চট্টগ্রামের আছাদগঞ্জে ৪র্থ বর্ষের আয়োজনে মহোৎসব। আদিনাথ মন্দিরে হিসাবরক্ষকের দ্বারা দূর থেকে আসা দর্শনার্থীদের হেনস্থার অভিযোগ ভেঙে ফেলা হচ্ছে বাগেরহাটের মঘিয়া জমিদারবাড়ি। অমল কুমার চৌধুরী (মহিষাসুর)-এর চিরবিদায়: নিভে গেল এক বাঙ্গালীর মহালয়ারভোরের অট্টহাসির এক মুখ। চিকিৎসার অভাবে বিপন্ন নোয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র প্রিতম। মহেশখালীর আদিনাথ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মকর সংক্রান্তি। রাউজানে হিন্দু বসতঘরে অগ্নিসংযোগ, আরও ৬ জন গ্রেপ্তার, মোট আটক ৭ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুলে ফেলা হলো সরস্বতী পূজার ব্যানার! ক্ষোভে ফুসছে সনাতনী শিক্ষার্থীরা।

শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাসের জেলবন্দি এক বছর পূর্তি,পরিবার ও অনুসারীদের মধ্যে গভীর উদ্বেগ।

স্টাফ রিপোর্টার : জয় দেব নাথ | চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাসের জেলবন্দি জীবনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর রংপুরে বিভাগীয় সমাবেশ শেষে চট্টগ্রাম ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একই দিনে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ আনা হয়েছিল গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন ৮ দফা দাবী নিয়ে বিশাল সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র ছিলেন। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত)। তবে তার পরিবার ও অনুসারীদের দাবি, এই অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। “সত্য সনাতন টিভি”

 

 

এর পরপরই কয়েক দফা তার জামিন শুনানি হলেও প্রতি- বারই চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। এরপর ৩০শে এপ্রিল ২০২৫ ইংরেজি বুধবার চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা উচ্চ আদালতে জামিন শুনানির আবেদন করেন এবং রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন পান। এর কিছু ঘণ্টা পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার জামিন এর বিরোধীতা করে তার জামিন আটকে দেয়। “সত্য সনাতন টিভি”

 

 

গত ৩০ এপ্রিল হাইকোর্টের দেওয়া রায়ের পর চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ পৃথক পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

৫ মামলায় গেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের অনেক বার জামিন শুনানির আবেদন করা হলে ও কোন লাভ হয় না, কেটে যায় এক বছর এখন জেলবন্দি রয়েছেন তিনি। ফলে তার পরিবার, ভক্ত ও অনুসারীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। “সত্য সনাতন টিভি”

 

 

 

তার অনুসারীরা জানান, চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরে হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা, হামলা ও মন্দির সুরক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন। তার এই ভূমিকার কারণে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং ভুয়া মামলায় তাকে ফাঁসায়। “সত্য সনাতন টিভি”

 

 

পরিবারের দাবি, “কোনো অপরাধে জড়িত না থাকা সত্ত্বেও” তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। গত এক বছরে অন্তত অনেক বার জামিন আবেদন করা হলেও প্রতিবারই তা নামঞ্জুর হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

 

তার এক অনুসারী জানান, “আমরা ন্যায়বিচার চাই। একজন নিরপরাধ মানুষকে শুধু হিন্দুদের ভয় দেখানোর জন্য বছরের পর বছর কারাগারে আটকে রাখা অমানবিক।” “সত্য সনাতন টিভি”

 

 

পরিবার শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি ও মামলার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে জানিয়েছে,

“এক বছর ধরে আমরা প্রহর গুনছি। আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, আমরা সুবিচার আশা করি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট