1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনের শেষ বিদায়ে পুষ্পস্তবক অর্পণ করলো শ্রীশ্রী জন্মাষ্টমী উপযাপন পরিষদ। চট্টগ্রামে বাংলাদেশ সনাতন ফাউন্ডেশনের উদ্যোগে পিতৃহীন এক শিক্ষার্থীকে ৭ম শ্রেণীতে ভর্তি। মুরাদনগরের আন্দিকূটে ৩২ প্রহরব্যাপী ৭২তম বর্ষ শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের ভোলা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন। বিদ্যাদায়িনী মার আরাধনায় NPS-এর সরস্বতী পূজা ১৪৩২, চট্টগ্রামের আছাদগঞ্জে ৪র্থ বর্ষের আয়োজনে মহোৎসব। আদিনাথ মন্দিরে হিসাবরক্ষকের দ্বারা দূর থেকে আসা দর্শনার্থীদের হেনস্থার অভিযোগ ভেঙে ফেলা হচ্ছে বাগেরহাটের মঘিয়া জমিদারবাড়ি। অমল কুমার চৌধুরী (মহিষাসুর)-এর চিরবিদায়: নিভে গেল এক বাঙ্গালীর মহালয়ারভোরের অট্টহাসির এক মুখ। চিকিৎসার অভাবে বিপন্ন নোয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র প্রিতম। মহেশখালীর আদিনাথ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মকর সংক্রান্তি।

লালমনিরহাটে গৃহ শিক্ষকের প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রী অপহরণ, ১০ দিনেও উদ্ধার হয়নি

নিজস্ব প্রতিবেদক : অনিক মণ্ডল | লালমনিরহাট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

লালমনিরহাটে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অপহৃতা শিক্ষার্থী শমরিয়া রানী (১৭)-এর পিতা স্বপন কুমার বর্মন থানায় লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেছেন। তবে ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার করা যায়নি মেয়েটিকে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর গ্রামের বাসিন্দা স্বপন কুমার বর্মন (৪৫) এর মেয়ে শমরিয়া রানী বর্তমানে সরকারি মজিদা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে কয়েক বছর আগে একই গ্রামের মো. রব্বানী (২৬) নামের এক যুবকের কাছে প্রাইভেট পড়তো। রব্বানী পেশায় গৃহ শিক্ষক হলেও ধর্মে মুসলমান। “সত্য সনাতন টিভি”

 

অভিযোগে উল্লেখ করা হয়, রব্বানী দীর্ঘদিন ধরে শমরিয়া রানীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ধর্ম আলাদা হওয়ায় শমরিয়া ওই প্রস্তাবে রাজি হয়নি এবং বিষয়টি পরিবারকে জানায়। পরিবার থেকে রব্বানীকে সতর্ক করা হলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হুমকি দেয়, “যেভাবেই হোক মেয়েটিকে তুলে নিয়ে যাবে।” “সত্য সনাতন টিভি”

 

এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর ২০২৫ (শনিবার) রাতে, প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে শমরিয়া রানীকে রাস্তা থেকে অপহরণ করা হয়। প্রত্যক্ষদর্শী সুজন চন্দ্র রায় (৩৬) ও বলরাম রায় (৬০) জানান, স্থানীয় সুদিরের ভিটার কাছে একটি অপরিচিত মাইক্রোবাস শমরিয়ার পথরোধ করে এবং তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। তারা উদ্ধার চেষ্টায় বাধা পেলে অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। “সত্য সনাতন টিভি”

 

পরিবারের অভিযোগ, রব্বানী ও তার ভাই মো. আপেল (২৪) সহ আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি এই অপহরণের সঙ্গে জড়িত। স্বপন কুমার বর্মন জানান, “আমরা নিজেরা অনেক চেষ্টা করেও মেয়েকে উদ্ধার করতে পারিনি। বিবাদীদের পরিবারের সঙ্গে কথা বললে তারা মেয়ে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো খবর নেই।” “সত্য সনাতন টিভি”

 

ঘটনার বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ অপহৃতাকে উদ্ধার করতে পারেনি। “সত্য সনাতন টিভি”

 

স্থানীয়রা বলছেন, ধর্মীয় ভিন্নতার কারণে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই অপহরণ অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। তারা দ্রুত শমরিয়া রানীর নিরাপদ উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। “সত্য সনাতন টিভি”

 

এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি স্থানীয়দের দাবি দ্রুত তদন্তের মাধ্যমে অপহৃতাকে উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।  “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট