
বীর মুক্তিযোদ্ধা ও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন অসিত সেনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
গত ১৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় চট্টগ্রামের নালাপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি এই শ্রদ্ধা জানানো হয়। সত্য সনাতন টিভি
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, কার্যকরী সভাপতি আয়ান শর্মা এবং কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ। এ ছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জিব বৈদ্য, অর্থ সম্পাদক রতন আচার্য্য, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশাসহ শিক্ষক বেন্টন দে, অজয় দে, বাবলু চৌধুরী ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সত্য সনাতন টিভি
এই সময় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার সত্য সনাতন টিভিকে বলেন, বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ প্রয়াত লায়ন অসিত সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।