1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুরাদনগরের আন্দিকূটে ৩২ প্রহরব্যাপী ৭২তম বর্ষ শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের ভোলা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন। বিদ্যাদায়িনী মার আরাধনায় NPS-এর সরস্বতী পূজা ১৪৩২, চট্টগ্রামের আছাদগঞ্জে ৪র্থ বর্ষের আয়োজনে মহোৎসব। আদিনাথ মন্দিরে হিসাবরক্ষকের দ্বারা দূর থেকে আসা দর্শনার্থীদের হেনস্থার অভিযোগ ভেঙে ফেলা হচ্ছে বাগেরহাটের মঘিয়া জমিদারবাড়ি। অমল কুমার চৌধুরী (মহিষাসুর)-এর চিরবিদায়: নিভে গেল এক বাঙ্গালীর মহালয়ারভোরের অট্টহাসির এক মুখ। চিকিৎসার অভাবে বিপন্ন নোয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র প্রিতম। মহেশখালীর আদিনাথ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মকর সংক্রান্তি। রাউজানে হিন্দু বসতঘরে অগ্নিসংযোগ, আরও ৬ জন গ্রেপ্তার, মোট আটক ৭ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুলে ফেলা হলো সরস্বতী পূজার ব্যানার! ক্ষোভে ফুসছে সনাতনী শিক্ষার্থীরা।

মৌলভীবাজার থেকে সারা দেশে গীতার আলো ছড়িয়ে দিচ্ছেন শ্রীকৃষ্ণ বল্লভ দাস

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে শ্রীমদ্ভাগবত ও শ্রীমদ্ভগবদ্গীতার বাণী প্রচারের মাধ্যমে ভক্তবৃন্দের হৃদয়ে এক অনন্য স্থান করে নিয়েছেন বিয়ানীবাজারের শ্রীকৃষ্ণ বল্লভ দাস। নিয়মিত গীতা পাঠ, সংগীতময় উপস্থাপনা ও হৃদয়স্পর্শী ব্যাখ্যার মাধ্যমে তিনি সনাতনী সমাজে নতুন এক অনুপ্রেরণার জাগরণ ঘটিয়ে চলেছেন।
শ্রীকৃষ্ণ বল্লভ দাসের কণ্ঠে শ্রীমদ্ভাগবত ও গীতার প্রতিটি শ্লোক যেন প্রাণ ফিরে পায়। তাঁর পাঠের বিশেষত্ব হলো—সহজ, প্রাঞ্জল ও গভীর ব্যাখ্যার মাধ্যমে কঠিন দর্শনকেও সাধারণ মানুষের বোধগম্য করে তোলা। শ্লোক পাঠের সঙ্গে সংগীতের সুশ্রুত মেলবন্ধন শ্রোতাদের দীর্ঘ সময় ধরে আবিষ্ট করে রাখে। ভক্তদের ভাষায়, তাঁর কণ্ঠে উচ্চারিত গীতার বাণী শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং তা জীবনের নৈতিকতা, মানবিকতা ও বাস্তব জীবনদর্শনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়ে ওঠে।
জানা গেছে, শ্রীকৃষ্ণ বল্লভ দাস দেশের বিভিন্ন সনাতনী সংগঠন ও ধর্মীয় উদ্যোগের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গীতা পাঠের পাশাপাশি তিনি সনাতনী সমাজের ঐক্য সুদৃঢ় করা, ধর্মীয় সংস্কৃতি সংরক্ষণ এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁর বিশ্বাস—গীতার বাণী কেবল পাঠ্য নয়, বরং জীবনচর্চার মাধ্যমে তা বাস্তবায়ন করাই সনাতনী সমাজের মূল শক্তি।
বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, মন্দির প্রাঙ্গণ, মহোৎসব ও সামাজিক আয়োজনে তাঁর উপস্থিতি ভক্তদের মাঝে নতুন উদ্দীপনা ও আধ্যাত্মিক চেতনার সঞ্চার করে। স্থানীয় ভক্ত ও আয়োজকদের মতে, তাঁর সংগীতময় শ্রীমদ্ভাগবত ও গীতা পাঠ ধর্মীয় আয়োজনগুলোতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। সহজ ভাষায় গভীর দর্শন উপস্থাপনের গুণে শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ—সব বয়সী মানুষই তাঁর পাঠে আগ্রহী হয়ে উঠছেন।
অনেকের মতে, শ্রীকৃষ্ণ বল্লভ দাসের কণ্ঠের প্রতিটি উচ্চারণ সনাতনী সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক ও পথনির্দেশক। তাঁর উপস্থাপনায় গীতার শ্লোকগুলো জীবনের কঠিন মুহূর্তে আশ্রয় হয়ে ওঠে, নৈতিক সংকটে দিশা দেখায় এবং মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে।
মৌলভীবাজারসহ সারা দেশে গীতার আলো ছড়িয়ে দিয়ে তিনি আজ শুধু একজন গীতা পাঠক নন; বরং সনাতনী সমাজের জন্য এক জীবন্ত অনুপ্রেরণার নাম। ভবিষ্যতেও তাঁর এই সাধনা ও প্রচেষ্টা ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনাকে আরও বেগবান করবে—এমনটাই প্রত্যাশা করছেন ভক্ত, শুভানুধ্যায়ী ও আয়োজক মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট