1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
মুরাদনগরের আন্দিকূটে ৩২ প্রহরব্যাপী ৭২তম বর্ষ শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের ভোলা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন। বিদ্যাদায়িনী মার আরাধনায় NPS-এর সরস্বতী পূজা ১৪৩২, চট্টগ্রামের আছাদগঞ্জে ৪র্থ বর্ষের আয়োজনে মহোৎসব। আদিনাথ মন্দিরে হিসাবরক্ষকের দ্বারা দূর থেকে আসা দর্শনার্থীদের হেনস্থার অভিযোগ ভেঙে ফেলা হচ্ছে বাগেরহাটের মঘিয়া জমিদারবাড়ি। অমল কুমার চৌধুরী (মহিষাসুর)-এর চিরবিদায়: নিভে গেল এক বাঙ্গালীর মহালয়ারভোরের অট্টহাসির এক মুখ। চিকিৎসার অভাবে বিপন্ন নোয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র প্রিতম। মহেশখালীর আদিনাথ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মকর সংক্রান্তি। রাউজানে হিন্দু বসতঘরে অগ্নিসংযোগ, আরও ৬ জন গ্রেপ্তার, মোট আটক ৭ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুলে ফেলা হলো সরস্বতী পূজার ব্যানার! ক্ষোভে ফুসছে সনাতনী শিক্ষার্থীরা।

বানারীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ড.মহানামব্রত শিক্ষাবৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সুমন দেবনাথ | বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

 

বরিশালের বানারীপাড়া উপজেলায় বিশ্ববরেণ্য মানবতাবাদী দার্শনিক ড.মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের ১২২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মহানামব্রত শিক্ষাবৃত্তি প্রদান এবং অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বন্দর বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিক্ষাবৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “সত্য সনাতন টিভি”

 

বানারীপাড়া মহানাম সেবক সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহানাম সম্প্রদায় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, শ্রীমৎ বন্ধু কিশোর ব্রহ্মচারী। তিনি বলেন, হিংসামুক্ত মানবিক বিশ্ব গড়তে হলে মহানামজীর মানবধর্মের আদর্শের কোনো বিকল্প নেই। কেননা মহানামজী বিশ্বাস করতেন মানুষের ধর্ম কখনো ভিন্ন হতে পারে না। সকল মানব জাতির একটিই ধর্ম মনুষ্যত্ব বা মানবতা।

 

উল্লেখ্য ড.মহানামব্রত ব্রহ্মচারী ১৯০৪ সালের ২৫ ডিসেম্বর বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের খলিসাকোটা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৯ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরন করেন। ১৯৩৩ সালে বাংলাদেশের এই কৃতি সন্তান আমেরিকায় ২য় বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন।

 

অসাম্প্রদায়িক ও মুক্ত চিন্তার আদর্শ বুকে ধারন করে বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারীর দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে মহানাম সেবক সংঘের পক্ষ থেকে ০৭ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদেরকে মহানামব্রত শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি লাভ করা শিক্ষার্থীরা হলো, চাখার খলিসাকোটা হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী পারমিতা রায়(বিজ্ঞান, রোল-৫), চৈতি সমদ্দার(মানবিক,রোল -১৩), সৈয়দা মরিয়ম(মানবিক,রোল-১), বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মারিয়া জান্নাত, শ্রাবনি হালদার, বানারীপাড়া মডেল সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ তাওহীদ ইসলাম(বিজ্ঞান), অহনা শীল(মানবিক)। পরবর্তীতে অসহায় মানুষদেরকে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

মহানাম সেবক সংঘ, বানারীপাড়া শাখার সাংগঠনিক সম্পাদক কার্তিক বনিকের প্রানবন্ত সঞ্চালনায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, অত্র সংগঠনের সভাপতি রতন কুমার হালদার, সহ-সভাপতি হিমাংশু কুমার বিশ্বাস, বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি ও মহানাম সেবক সংঘের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুন্ডু। “সত্য সনাতন টিভি”

 

এছারাও বক্তব্য রাখেন কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সম্পাদক তারক কর্মকার, লোকনাথ মন্দিরের সভাপতি বিটুলাল দে, বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার, শিক্ষক প্রিয় লাল ঘোষ, রহমতপুর শাখা সংঘের শিক্ষক দিলিপ পাল, খলিসাকোটা মাধ্যমিক বিদ্যালয় এর অভিভাবক সদস্য পরিতোষ রায়।

 

মহানাম সেবক সংঘের কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অশোক বনিক, গোপাল বনিক, সুশান্ত বনিক, সুদেব বড়াল, লোকনাথ মন্দিরের সম্পাদক উত্তম সাহা, হরিসভা মন্দিরে কোষাধ্যক্ষ তাপস কর্মকার, দপ্তর সম্পাদক হৃদয় সাহা, শিমুল সাহা, অনিক বড়াল সহ বিভিন্ন শাখা সংঘ থেকে আগত ভক্তবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট