
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিজামপুর সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রনজিৎ বিশ্বাস। ২০২৫ সালের শেষ দিকে তাঁর যোগদানে কলেজজুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন প্রত্যাশা ও আশাবাদ তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে নিজামপুর সরকারি কলেজ একটি সুসংগঠিত একাডেমিক পরিবেশ, প্রশাসনিক দক্ষতা এবং মেধা বিকাশের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক সময়ে নানা কারণে সেই ধারাবাহিকতায় কিছুটা ব্যাঘাত ঘটেছে বলে সংশ্লিষ্টদের অভিমত। নতুন অধ্যক্ষের নেতৃত্বে কলেজের শৃঙ্খলা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং শিক্ষার মান আবার আগের অবস্থানে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
অধ্যাপক রনজিৎ বিশ্বাস শিক্ষা প্রশাসনে তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও সততার জন্য সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষক নেতা হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে কলেজে একাডেমিক মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।
এক শিক্ষার্থী জানান, নতুন অধ্যক্ষের হাত ধরে কলেজে নিয়মশৃঙ্খলা, শিক্ষাবান্ধব পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী।
শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্বাস, অধ্যাপক রনজিৎ বিশ্বাসের দূরদর্শী নেতৃত্ব, অভিজ্ঞতা এবং মানবিক মূল্যবোধ নিজামপুর সরকারি কলেজকে আবারও একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়ক হবে।
নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও জ্ঞানভিত্তিক মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশাই এখন কলেজ পরিবারে সবচেয়ে বেশি আলোচিত।