
বরিশালের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক, দানশীল ও সাদা মনের মানুষ শ্রী বিজয় কৃষ্ণ দে’র আশু রোগ মুক্তি কামনায় ২৭ ডিসেম্বর রবিবার রাতে চিরন্তনী বৈদিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাচিক শিল্পী শিক্ষক, প্রবন্ধকার ও চিরন্তনী বৈদিক সাংস্কৃতিক সংগঠনের নির্বাহী সদস্য বিশ্বনাথ রায়, নির্বাহী সদস্য শ্রী মিন্টু কুমার কর, সভাপতি সহকারী অধ্যাপক শ্রী পীযুষ বন্দোপাধ্যায়, সম্পাদক শ্রী প্রান্ত দত্ত, সাংস্কৃতিক সম্পাদক কলি কর, নির্বাহী সদস্য অনিমেষ সাহা, সজল দেবনাথ, অনিক সাহা, মহিলা বিয়য়ক সম্পাদিকা পুজা দেবনাথ, কোষাধ্যক্ষ আবির সমদ্দার, ঝর্না শীল, শরমী মিত্র বর্না কর প্রমুখ।
বিশ্বনাথ রায় বলেন, বিজয় কৃষ্ণ দে একজন সাদা মনের মানুষ। তিনি একজন দানবীর। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য তার দানের হাত সম্প্রসারিত। তিনি চিরন্তনী বৈদিক সাংস্কৃতিক সংগঠনের একান্ত অভিভাবক। ঈশ্বরের নিকট আমরা তাঁর আশু রোগমুক্তি কামনা করছি।
উল্লেখ্য বিজয় কৃষ্ণ দে বরিশাল অঞ্চলের একজন প্রভাবশালী ব্যবসায়ী ও সমাজসেবক, যিনি তাঁর জনহিতকর কাজের জন্য পরিচিত। যিনি তাঁর দানশীলতা ও সাদা মনের মানুষ হিসেবে মানুষের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।