
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন তিলই গ্রামে দূর্বৃত্তদের হামলায় নিহত খোকন দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি ডঃ নিম চন্দ্র ভৌমিক, রাজনৈতিক বিষয়ক সহ-সম্পাদক শান্তি রঞ্জন দাস এবং প্রবীণ সংগঠক, গবেষক ও সাহিত্যিক শ্যামসুন্দর দেবনাথ।
সাক্ষাৎকালে তারা নিহত খোকন দাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো সহিংসতা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
এ সময় তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি শংকর প্রসাদ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি হরলাল মৈশাল, সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল দাস, সাংগঠনিক সম্পাদক রিপন সাধু এবং যুব বিষয়ক সম্পাদক সঞ্জিব পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি সমীর চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক নিলয় ভট্টাচার্য, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রূপক চক্রবর্তী, সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি রঘুনাথ পোদ্দার, সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ দত্ত।
ডামুড্যা উপজেলা ঐক্য পরিষদের সভাপতি দিলীপ দাস ও সাধারণ সম্পাদক নির্মল মালো, ডামুড্যা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধির চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি সুব্রত দাস ও সাধারণ সম্পাদক শিমুল গূহ, ভেদরগঞ্জ ঐক্য পরিষদের সভাপতি রামকৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক লক্ষণ দাস, ভেদরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি কুশল চন্দ্র দাস, সখিপুর থানা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ সরকারসহ ডামুড্যার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ নিহতের পরিবারের পাশে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।