
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গর্ব, বিশিষ্ট গীতাসুধাকর ও সংগীতশিল্পী ইমন দেব বিদ্যুৎ (বিদ্যুৎ দে)-এর জন্মদিন আজ। তিনি শুধু সংগীতের জগতে সুপরিচিত নন, বরং সমাজসেবায়ও তার অবদান অসামান্য।
বিদ্যুৎ দে’র সাংগীতিক প্রতিভা রামদূত ব্যান্ড পরিচালনা এবং বিভিন্ন গীতাসমাবেশের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। তিনি বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়। “সত্য সনাতন টিভি”
জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন ও ভক্তরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁদের শুভেচ্ছায় বলা হয়েছে, “শ্রীশ্রী গীতার আলোকচ্ছটা যেন আপনাকে সারাজীবন উদ্ভাসিত রাখে। পরম দয়ালের চরণে প্রার্থনা, আপনার পথচলা হোক মঙ্গলময়, উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনায়।”
ইমন দেব বিদ্যুৎ শুধু একজন সংগীতশিল্পী নন, তিনি যুব সমাজের মধ্যে সনাতন সংস্কৃতি, গীতা পাঠ ও সেবার চেতনা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি নানা স্থানে গীতা স্কুল প্রতিষ্ঠা, গীতাদান কর্মসূচি ও সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে সমাজে আলোর সঞ্চার করে চলেছেন।