আসন্ন শ্যামা পূজা উদযাপনের অনুমতি দেয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূজা আয়োজনের প্রস্তাব নাকচ করেছেন প্রশাসন।
আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পূজা আয়োজনের পরিকল্পনা করেছিল সনাতনী শিক্ষক ও শিক্ষার্থীরা। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো অনুমতি পাননি।
১৫ অক্টোবর সোমবার বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা পূজা আয়োজনের অনুমতির জন্য প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন বলে জানা যায়।
পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পিএইচডি-র সঙ্গে দেখা করে পূজা আয়োজনের অনুমতি চান। কিন্তু তিনিও নিরাপত্তার অজুহাত দেখিয়ে পূজা আয়োজনের অনুমতি দেননি বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। সত্য সনাতন টিভি
এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন। সত্য সনাতন টিভি
শিক্ষার্থীরা অভিযোগ করেন, “বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান নিয়মিতভাবে অনুমতি পায়, অথচ সনাতনী শিক্ষার্থীদের ধর্মীয় আয়োজন বারবার বাধার মুখে পড়ে যা বৈষম্যমূলক।”
প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।