
চট্টগ্রামের রয়েল চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ও সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা ডাঃ লায়ন নারায়ণ দেবনাথ দাদার উদ্যোগে আজ এক বয়স্ক রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে।
অপারেশনটি সফলভাবে শেষ হওয়ার পর রোগী ও তার পরিবারের সদস্যরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডাঃ নারায়ণ দেবনাথ দাদা তার মানবিক দৃষ্টিভঙ্গি ও নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি সবসময় মানুষের চোখের সুস্থতার জন্য নিবেদিত প্রাণ। সত্য সনাতন টিভি
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা ডাঃ নারায়ণ দেবনাথ এর এই আন্তরিকতা ও সাহায্যের জন্য গর্বিত বোধ করেন। তারা বলেন, “দাদা আমাদের সকলকে নিজের সন্তানের মতো ভালোবাসেন ও প্রেরণা দেন। তাঁর এই ভালোবাসা ও সেবামূলক মনোভাব আমাদের কাজকে আরো শক্তিশালী করে।”
রয়েল চক্ষু হাসপাতাল এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরণের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে। সত্য সনাতন টিভি
এ ধরনের সেবা শুধু ব্যক্তিগত জীবন উন্নয়নের নয়, বরং সামগ্রিক সমাজের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরণের মানবিক উদ্যোগ সমাজে ভালোবাসা, সহানুভূতি ও সবার প্রতি দায়িত্ববোধের চেতনাকে জাগ্রত করে।