
বরিশালের বানারীপাড়া বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির ও বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন লোকনাথ মন্দির কর্তৃক আয়োজিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার চিরশান্তি কামনায় ০৩ জানুয়ারি শনিবার বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সাধারন সম্পাদক তারক কর্মকারের সঞ্চালনায় প্রার্থনা সভায় স্মৃতিচারণ মুলক বক্তব্য প্রদান করেন হরিসভা মন্দিরের সভাপতি উজ্জ্বল কুন্ডু এবং লোকনাথ মন্দিরের সভাপতি বিটু দাস। প্রার্থনার পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার চিরশান্তি কামনায় ১মিনিট নিরাবতা পালন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া লোকনাথ মন্দিরের সাধারন সম্পাদক উত্তম সাহা, লক্ষ্মী নারায়ন দেবনাথ, শুনীল কর্মকার, স্বপন সাহা, তাপস কর্মকার, পুরোহিত যতন চক্রবর্তী, হরিসভা মন্দিরের দপ্তর সম্পাদক হৃদয় সাহা, লোকনাথ মন্দিররে যুগ্ম সম্পাদক কার্তিক বনিক, মানিক সাহা প্রমুখ।