1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মুরাদনগরের আন্দিকূটে ৩২ প্রহরব্যাপী ৭২তম বর্ষ শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের ভোলা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন। বিদ্যাদায়িনী মার আরাধনায় NPS-এর সরস্বতী পূজা ১৪৩২, চট্টগ্রামের আছাদগঞ্জে ৪র্থ বর্ষের আয়োজনে মহোৎসব। আদিনাথ মন্দিরে হিসাবরক্ষকের দ্বারা দূর থেকে আসা দর্শনার্থীদের হেনস্থার অভিযোগ ভেঙে ফেলা হচ্ছে বাগেরহাটের মঘিয়া জমিদারবাড়ি। অমল কুমার চৌধুরী (মহিষাসুর)-এর চিরবিদায়: নিভে গেল এক বাঙ্গালীর মহালয়ারভোরের অট্টহাসির এক মুখ। চিকিৎসার অভাবে বিপন্ন নোয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র প্রিতম। মহেশখালীর আদিনাথ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মকর সংক্রান্তি। রাউজানে হিন্দু বসতঘরে অগ্নিসংযোগ, আরও ৬ জন গ্রেপ্তার, মোট আটক ৭ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুলে ফেলা হলো সরস্বতী পূজার ব্যানার! ক্ষোভে ফুসছে সনাতনী শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকে হত্যা, হচ্ছে না শ্যামা পূজা।

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনের রহস্যজনক হত্যাকাণ্ডে পুরো ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। শোকের আবহে বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার নির্ধারিত শ্রীশ্রী শ্যামা পূজা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে পূজা উদযাপন কমিটির সদস্যরা।

 

 

আজ ১৯ শে অক্টোবর ২০২৫ রোববার রাতে পুরান ঢাকার আর্মানিটোলা এলাকার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। “সত্য সনাতন টিভি”

 

স্থানীয় সূত্রে জানা যায়, জোবায়েদ ওই ভবনের একটি ফ্ল্যাটে টিউশন করাতে যেতেন। রাত ৮টার দিকে ভবনের নিচতলায় তার রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয়রা এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

 

 

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাধিক নেতা অভিযোগ করে বলেন, “জোবায়েদ ছিল অত্যন্ত মেধাবী ও সুশিক্ষিত নেতা। রাজনৈতিক প্রতিহিংসা বা পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হতে পারে সে।”

ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।

 

 

শ্যামা পূজা উদযাপন কমিটির সিনিয়র সদস্য

অপু সাহা জানান, “পুরো ক্যাম্পাস এখন শোকাহত। এই পরিস্থিতিতে আনন্দের কোনো আয়োজন করা অনুচিত। তাই শ্যামা পূজা স্থগিত রেখে নিহত ছাত্রনেতার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।” “সত্য সনাতন টিভি”

 

তিনি আরো বলেন, আগামীকাল সন্ধ্যায় প্রিয় জোবায়েদ হোসেন ভাইকে উৎসর্গ করে ক্যাম্পাসে এক হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। এরপর তাঁর হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা মশাল মিছিল আয়োজন করব। সবাইকে এই শোকানুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াত জোবায়েদ ভাইয়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানান তিনি।

 

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে,

“ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও ব্যক্তিগত কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্ত চলছে, আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।”

 

 

একজন তরুণ ছাত্রনেতার আকস্মিক হত্যাকাণ্ড শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশেও গভীর প্রভাব ফেলেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এখন সবার দৃষ্টি জোবায়েদ হত্যার দ্রুত বিচার ও নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তার দাবিতে। “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট