চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সারদা মহাজনের বাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব-১৪৩২ বাংলা, ২০২৫ ইংরেজি।
এবারের পূজার মূল আকর্ষণ “কুঁড়ে ঘরে মা”।
উৎসবের আয়োজন করছে সর্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজা উদযাপন পরিষদ–২০২৫।
পাঁচ দিনব্যাপী এ পূজা ও উৎসব শুরু হবে ১লা কার্তিক ১৪৩২ বাংলা, ১৯ অক্টোবর ২০২৫, রবিবার এবং শেষ হবে ৫ই কার্তিক, ২৩ অক্টোবর বৃহস্পতিবার। পূজার প্রতিটি দিনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় আচার।
উদ্যোক্তারা জানিয়েছেন, সমাজের শান্তি, সম্প্রীতি ও অকল্যাণ নাশের উদ্দেশ্যে এই পূজার আয়োজন করা হয়েছে। সকল ধর্মপ্রাণ ভক্ত, দর্শনার্থী ও শুভানুধ্যায়ীদের পূজাঙ্গনে উপস্থিত থেকে মা কালীর অশেষ আশীর্বাদ প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।
স্থান: সারদা মহাজনের বাড়ী, দক্ষিণ ভূর্ষি, কেচিয়াপাড়া, পটিয়া, চট্টগ্রাম।