চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করেছেন শ্রীমতি পূর্ণিমা রাধে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সত্য সনাতন টিভি
বাশঁখালীর কৃতি সন্তান পূর্ণিমা রাধে তাঁর সততা, বিনয়, মানবিকতা ও আন্তরিক ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল ধর্ম ও সম্প্রদায়ের শিক্ষার্থীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। নির্বাচনে তাঁর বিজয় শিক্ষাঙ্গনে মানবতা ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সত্য সনাতন টিভি
সহপাঠী ও শুভানুধ্যায়ীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, একজন হিন্দু সম্প্রদায়ের কন্যা হয়েও পূর্ণিমা রাধে সকল ধর্মের শিক্ষার্থীর কাছে সমানভাবে প্রিয় হয়ে উঠেছেন। তাঁর আচরণ, সততা ও শ্রদ্ধাশীল মনোভাবই তাঁকে বিজয়ের আসনে পৌঁছে দিয়েছে।
পূর্ণিমা রাধে নির্বাচনে বিজয়ের পর বলেন, “এই বিজয় শুধু আমার নয়, মানবতার, একতার এবং ইতিবাচক পরিবর্তনের জয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি— সমাজসেবা, পরিবেশ রক্ষা ও মানবাধিকার রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে এই জয় বাশঁখালীর মানুষসহ সমগ্র সনাতন সমাজের জন্য এক গর্বের মুহূর্ত হয়ে উঠেছে। সত্য সনাতন টিভি