আজ ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চাবি) অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এবার এক ঝাঁক সনাতনী শিক্ষার্থী প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা, ন্যায় ও মানবতার প্রতীক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে।
সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পূর্ণিমা রাধে (রেজিস্ট্রেশন ২০-২১), যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদ থেকে প্রার্থী হয়েছেন।
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রানা কান্তি দাশ (ব্যালট নং ১৫), পাশাপাশি একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অঞ্জুর মণ্ডল (ব্যালট নং ০১), যিনি সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সীমা রাণী শীল (ব্যালট নং ০৩), শ্রীতিলতা হল সংসদ থেকে।
যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে অংশ নিচ্ছেন বৃষ্টি দাশ (ব্যালট নং ০২), যিনি লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শ্রীতিলতা হল সংসদের প্রার্থী।
এছাড়া বিজ্ঞান সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনন্ত কির্তনীয়া (ব্যালট নং ০১), ততীষ দীক্ষিত শ্রীরঞ্জন হল সংসদ থেকে।
নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা গণসংযোগ, লিফলেট বিতরণ ও পোস্টারিংয়ের মাধ্যমে নিজেদের প্রার্থীদের পরিচিত করিয়ে দিয়েছেন।
প্রার্থীরা প্রত্যাশা করছেন, আজকের নির্বাচনে শিক্ষার্থীরা ধর্ম-বর্ণ-গোত্রের উর্ধ্বে উঠে যোগ্যতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে প্রার্থী বেছে নেবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই চাকসু নির্বাচনকে কেন্দ্র করে সনাতনী শিক্ষার্থীদের অংশগ্রহণ এবার বিশেষভাবে আলোচনায় এসেছে। সত্য সনাতন টিভি