
কক্সবাজারের মহেশখালী উপজেলার ঐতিহাসিক আদিনাথ মন্দিরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে আদিনাথ দর্শন ও বিশেষ পূজা-অর্চনা।
প্রতিবছরের মতো এ বছরও বুধবার ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ভক্ত ও পূণ্যার্থীর আগমনে মুখরিত হয়ে ওঠে আদিনাথ পাহাড়চূড়া। ভাগবত পুরাণ পাঠ, শঙ্খধ্বনি ও হর হর মহাদেব ধ্বনিতে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয় পুরো মন্দির প্রাঙ্গণে। সত্য সনাতন টিভি
উত্তরায়ণের পবিত্র লগ্নে ভক্তরা মহাদেব আদিনাথের দর্শন লাভ করেন এবং বিশেষ পূজা, অভিষেক ও প্রার্থনায় অংশ নেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা করেন মন্দিরের পুরোহিতবৃন্দ।
হিন্দু শাস্ত্র মতে উত্তরায়ণকে অত্যন্ত পবিত্র সময় হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস অনুযায়ী, এই দিনে আদিনাথ দর্শন ও পূজা করলে পাপক্ষয় হয় এবং জীবনে কল্যাণ লাভ হয়। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতিবছর পৌষ সংক্রান্তিতে মহেশখালীর আদিনাথ মন্দিরে বিপুল সংখ্যক ভক্তসমাগম হয়ে থাকে।
প্রাচীন এই আদিনাথ মন্দির কেবল একটি ধর্মীয় উপাসনালয়ই নয়, বরং এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের নিদর্শন। উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত আদিনাথ দর্শন ও পূজা মহেশখালীর ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলকে নতুন করে প্রাণবন্ত করে তোলে।