1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মুরাদনগরের আন্দিকূটে ৩২ প্রহরব্যাপী ৭২তম বর্ষ শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের ভোলা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন। বিদ্যাদায়িনী মার আরাধনায় NPS-এর সরস্বতী পূজা ১৪৩২, চট্টগ্রামের আছাদগঞ্জে ৪র্থ বর্ষের আয়োজনে মহোৎসব। আদিনাথ মন্দিরে হিসাবরক্ষকের দ্বারা দূর থেকে আসা দর্শনার্থীদের হেনস্থার অভিযোগ ভেঙে ফেলা হচ্ছে বাগেরহাটের মঘিয়া জমিদারবাড়ি। অমল কুমার চৌধুরী (মহিষাসুর)-এর চিরবিদায়: নিভে গেল এক বাঙ্গালীর মহালয়ারভোরের অট্টহাসির এক মুখ। চিকিৎসার অভাবে বিপন্ন নোয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র প্রিতম। মহেশখালীর আদিনাথ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মকর সংক্রান্তি। রাউজানে হিন্দু বসতঘরে অগ্নিসংযোগ, আরও ৬ জন গ্রেপ্তার, মোট আটক ৭ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুলে ফেলা হলো সরস্বতী পূজার ব্যানার! ক্ষোভে ফুসছে সনাতনী শিক্ষার্থীরা।

মাদারীপুরে স্কুল শিক্ষক অনাদি বিশ্বাসকে হাতুড়িপেটা করায় মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদক : সুমন দেব নাথ | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের সহকারী গণিত শিক্ষক অনাদি বিশ্বাসকে (৩৫) হাতুড়িপেটা করার অভিযোগ পাওয়া গেছে। ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় দুই কিশোর এ হামলা চালায় বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও অভিভাবকরা।

গত ১২ জানুয়ারী ২০২৬ ইংরেজি সোমবার দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এর আগে সকালে স্কুলে যাওয়ার পথে তার ওপর হামলা হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

শিক্ষক অনাদি বিশ্বাস মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চৌহদ্দি গ্রামের অতুল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পরিবার নিয়ে মাদারীপুর শহরের মাস্টার কলোনী এলাকায় ভাড়া থাকেন।

পুলিশ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার জন্য সোমবার সকালে শিক্ষক অনাদি বিশ্বাস তার বাসা থেকে বের হন। বিদ্যালয়ের পেছনের ফটক দিয়ে ঢোকার আগেই ওত পেতে থাকা দুই কিশোর তার ওপর হামলা করে। তারা অনাদি বিশ্বাসকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় শিক্ষকের চিৎকারে তার সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা এগিয়ে এলে অজ্ঞাতপরিচয় ওই দুই কিশোর পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল হামিদ, সহকারী শিক্ষক মো. আল মামুন, আরিফুজ্জামান মুনশি, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

আহত শিক্ষক অনাদি বিশ্বাস বলেন, মুখে মাস্ক পরা দুজন কিশোর আমার ওপর হামলা করেছে। তারা আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। আমি এই ঘটনার বিচার চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল হামিদ বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশের কাছে দিয়েছি। লিখিত অভিযোগও দিয়েছি। আশা করছি দ্রুত হামলাকারীদের খুঁজে বের করা সম্ভব হবে। সেই সঙ্গে অপরাধীদের কঠিন বিচার দাবি করছি।

বিদ্যালয়ের এক অভিভাবক মিলন হোসেন বলেন, শিক্ষকের ওপর এমন হামলা কিছুতেই মেনে নেয়া যায় না। তাই আমরা দ্রুত এই ঘটনার বিচার চাই।

বিদ্যালয়ের শিক্ষার্থী আলিফ হোসেন বলেন, আমাদের স্যার খুবই ভালো মানুষ। কেন তার ওপর এই হামলা হয়েছে, তা খুঁজে বের করে অপরাধীদের শাস্তির দাবি জানাই।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, ওই শিক্ষকের মাথায় গুরুতর জখম আছে। ৬টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ অপরাধীদের ধরতে কাজ করছে। আশা করছি দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে একাধিক টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট