
আজ ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি সোমবার ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান বিপ্লবী, বীর চট্টলার বীর পুত্র মাস্টারদা সূর্যসেনের ৯২ তম প্রয়াণ দিবস উপলক্ষে রাম সেবক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছে। আজ সকালে আন্দরকিল্লা জে.এম.সেন সংলগ্ন মাস্টারদা সূর্যসেন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় রাম সেবক এবং শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সদস্যরা মাস্টারদার আত্মত্যাগ ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। রাম সেবকের সেবক বৃন্দ তাদের বক্তব্যে বলেন, ‘‘মাস্টারদা সূর্যসেনের সংগ্রাম, সাহসিকতা ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের আদর্শ আজও আমাদের প্রেরণা দিচ্ছে। বর্তমান সময়ে তার আদর্শ ও চেতনা খুবই প্রাসঙ্গিক।’’
এ সময় উপস্থিত ছিলেন রাম সেবক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি কাঞ্চন নাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ সেন, শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক বিজয় দাশ, রাম সেবক চট্টগ্রাম মহানগর ও শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের প্রচার সম্পাদক অমিক চৌধুরী, রাম সেবক চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক শুভ দাশ, সহ ক্রীড়া ও পাঠচক্র বিষয়ক সম্পাদক বিজয় চৌধুরী, সদস্য রুদ্র ধর সহ অন্যান্য নেতৃবৃন্দ। সত্য সনাতন টিভি
প্রতিবেদন শেষে সংগঠনের সদস্যরা বলেন, ‘‘মাস্টারদার চেতনা ও আদর্শ প্রত্যেক সনাতনীর হৃদয়ে স্থান পেলে আমাদের জাতীয় সংগ্রাম আরও শক্তিশালী হবে।’’