
বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়ের মৌলভীবাজার জেলা পরিচালনা পর্ষদের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ।
আজ ০১ জানুয়ারি ২০২৬ ইংরেজি বৃহস্পতিবার কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত কমিটির মেয়াদ দুই বছর কার্যকর থাকবে।
কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি সুমন সরকার ও সাধারণ সম্পাদক সাজেন কৃষ্ণ বল স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়েছে, প্রয়োজনে জরুরি পরিস্থিতিতে কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ জেলা কমিটির সদস্য সংযোজন বা বিয়োজন করতে পারবে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজয় সরকার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজন দাশ রাজ এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন কৃষ্ণ মোহন দেব। এ ছাড়া সহসভাপতি, সহসাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে জেলার সনাতনী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নতুন এই কমিটির মাধ্যমে মৌলভীবাজার জেলায় সনাতনী বৈদিক শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। বৈদিক শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং শিশু-কিশোরদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন মঠ-মন্দিরের প্রতিনিধি ও সনাতনী সমাজের নেতৃবৃন্দ।