
ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে প্রথমবারের মতো অনলাইন গীতা পাঠ প্রতিযোগিতা ২০২৬–এর আয়োজন করেছে মহাবলী মারুতি সংঘ। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত শ্রীমদ্ভগবদ্ গীতার বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আয়োজকেরা জানান, “নিজে গীতা পাঠ করুন, অন্যকে গীতা পাঠে উৎসাহিত করুন” এই আদর্শকে সামনে রেখে সব বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে প্রতিযোগিতায়। অনলাইনের মাধ্যমে ভিডিও পাঠিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আগ্রহীরা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীকে তার নাম, অধ্যয়নরত শ্রেণি, পূর্ণ ঠিকানা, পাঠ করা অধ্যায়ের নাম ও শ্লোক সংখ্যা উল্লেখ করতে হবে। ভিডিও ধারণের সময় বাহ্যিক শব্দ সম্পূর্ণভাবে পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গীতা পাঠের ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ০১৯৭৪-১১২৭৯৭, ০১৮৩৮-২১৫৭০৯ ও ০১৭২৫-৪৫৭৬০০ নম্বরে পাঠানো যাবে।
আয়োজকদের আশা, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্ম শ্রীমদ্ভগবদ্ গীতার শিক্ষার প্রতি আগ্রহী হবে এবং সমাজে ধর্মীয় ও নৈতিক চেতনা আরও সুদৃঢ় হবে।