
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের শরীয়তপুর জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামী ও সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তীর নেতৃত্বকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। “সত্য সনাতন টিভি”
অনলাইনে আয়োজিত এক আলোচনা সভায় কমিটির অনুমোদন দেন বাংলাদেশ হিন্দু মহাজোটের ভারপ্রাপ্ত সভাপতি নয়ন চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিপ চন্দ্র ভৌমিক। সভার কেন্দ্র ছিল রাজধানীর দয়াগঞ্জ শিব মন্দির, ঢাকা।
অনুমোদিত আহ্বায়ক কমিটিতে প্র হিসেবে রয়েছে আহ্বায়ক করা হয়েছে শ্রী বাধন ধর কে সদস্য সচিব অন্তর গাইন । যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সিঃনিঃ জয় হালদার, তৃষা দাস,প্রদীপ দত্ত । “সত্য সনাতন টিভি”
কমিটির সদস্য সচিব করা হয়েছে সৈকত মন্ডলকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌরভ মন্ডল, দীপ্ত মজুমদার, শুভ হালদার, প্রদীপ পাল,জয় রায়।
এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন প্রত্যয় দেবনাথ, অয়ন ঘোষ,দীপ ধর,নিরব দাস,রিজু নন্দী,সবুজ, বিষ্ণু সুর্য ধর
নতুন কমিটির নেতৃবৃন্দকে গৈরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেন, মাদারীপুর জেলায় হিন্দু ছাত্র সমাজের অধিকার, নিরাপত্তা ও সংগঠন বিস্তারে এই কমিটি সক্রিয় ভূমিকা রাখবে।