
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামী ও সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তীর নেতৃত্বকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। “সত্য সনাতন টিভি”
অনলাইনে আয়োজিত এক আলোচনা সভায় কমিটির অনুমোদন দেন বাংলাদেশ হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি নয়ন চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিপ চন্দ্র ভৌমিক। সভার কেন্দ্র ছিল রাজধানীর দয়াগঞ্জ শিব মন্দির, ঢাকা।
অনুমোদিত আহ্বায়ক কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মিঠুন দত্ত। উপদেষ্টা হিসেবে রয়েছেন অমিত বিশ্বাস ও শুভ শীল। আহ্বায়ক করা হয়েছে শ্রী প্রহ্লাদ বিশ্বাসকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষ্ণা রায় প্রান্তি, অনিক সরকার, বিনয় কর্মকার বাপ্পি ও অমিত সরকার অয়ন। “সত্য সনাতন টিভি”
কমিটির সদস্য সচিব করা হয়েছে সৈকত মন্ডলকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রনি বিশ্বাস, আকাশ শীল, রনি শিকারী, সৌরভ চন্দ্র শীল ও মিঠুন মন্ডল।
এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তন্ময় শীল, অপূর্ব শীল, জিৎ মন্ডল, প্রসেনজিৎ শীল, রতন শীল ও আশিস মন্ডল।
নতুন কমিটির নেতৃবৃন্দকে গৈরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেন, মাদারীপুর জেলায় হিন্দু ছাত্র সমাজের অধিকার, নিরাপত্তা ও সংগঠন বিস্তারে এই কমিটি সক্রিয় ভূমিকা রাখবে।