
গত ১২ ডিসেম্বর ২০২৫ ইংরেজি রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার উদ্যোগে যশোর শহরের জেল রোড ঘোপ বেলতলা শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্দির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার সভাপতি শ্রী অমল অধিকারী (সাহস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলার উপদেষ্টা অধ্যাপক অখিল চক্রবর্তী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত অধিকারী, নির্বাহী সভাপতি শ্রী অমল ভাস্কর, সাংগঠনিক সম্পাদক ডাঃ নারায়ণ বিশ্বাস, কোষাধ্যক্ষ শ্রী বিকাশ সিকদার এবং কার্যকারী সদস্য শ্রী উজ্জ্বল দাস।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রান্ত দাস ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজয় দাস উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। “সত্য সনাতন টিভি”
উদ্বোধনী অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সংগঠনিক উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।