
বাগীশিক আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা সফলভাবে সম্পন্ন মীরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণের ধারা অব্যাহত।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর আয়োজনে ০৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয় বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২০২৫। চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এই পরীক্ষার কেন্দ্র হিসেবে মীরসরাই মডেল সরকারি উচ্চ বিদ্যালয় নির্বাচিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক শিক্ষার্থী উৎসাহ ও অনুপ্রেরণায় পরীক্ষায় অংশগ্রহণ করে। সত্য সনাতন টিভি
শ্রীমদ্ভগবদগীতার পবিত্র শিক্ষাকে ছড়িয়ে দিতে ও ছাত্রছাত্রীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক চরিত্র ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে এই পরীক্ষা আয়োজন করা হয়।
পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন কেন্দ্র সচিব মানিক চক্রবর্তী, সহযোগী হিসেবে ছিলেন সবুজ নাথ ও নিতুল নাথ। এছাড়া তমল দাশ, পিয়াস নাথ, দুর্লভ নাথ, অতুল চৌধুরী, প্রান্ত দও প্রমুখ হল টিচার হিসেবে পরীক্ষার্থীদের পাশে ছিলেন। সত্য সনাতন টিভি
পরীক্ষার দিনটি ছিল গম্ভীর, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষামূলক পরিবেশে পরিপূর্ণ। শিক্ষার্থীরা গীতার সূক্ষ্ম তত্ত্ব ও নৈতিক শিক্ষার প্রশ্নাবলীতে মনোযোগ দিয়ে অংশ নেয়। অভিভাবকরা তাদের সন্তানদের এ ধরনের শিক্ষা-প্রতিযোগিতায় অংশগ্রহণে আনন্দ ও গর্ব প্রকাশ করেন।