
শ্রীগুরু সঙ্ঘ বানারীপাড়া শাখা মন্দিরে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার ১৫তম বর্ষ উপলক্ষ্যে শ্রীগুরু সঙ্ঘের দীক্ষা প্রদান করা হবে। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী বনিক বাড়িতে শ্রীগুরু সংঘ মন্দির প্রাঙ্গণে এ দীক্ষা দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দীক্ষা প্রদান করবেন, শ্রীগুরু সংঘ, বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি ও আশ্রম অধ্যক্ষ স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ।
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার শ্রীগুরু সঙ্ঘ বানারীপাড়া শাখা কতৃক আয়োজিত দীক্ষা দান অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য নিম্নোক্ত ফোন নম্বরে (০১৭১১২৩৭৬৮৩, ০১৭২৪৩২২৭৮৫, ০১৭১৬৭৪৭৫৩৫, ০১৭৭৬৭৭২৩১৩) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সংঘ কতৃপক্ষ।