
ফরিদপুর জেলা হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ফরিদপুরে এই প্রথমবারের মতো গঙ্গা পূজা ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়েছে। গত, ২৯ ডিসেম্বর ২০২৫ ইংরেজি রোজ সোমবার ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভক্তরা জানান, ফরিদপুরে প্রথমবার গঙ্গা আরতি অনুষ্ঠিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। দেশের মঙ্গল ও শান্তি কামনায় তারা মাতা গঙ্গার কাছে প্রার্থনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ ধরনের ধর্মীয় আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। যুগ যুগ ধরে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে আসছে। তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও সকলের পাশে থাকবেন এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। “সত্য সনাতন টিভি”
অনুষ্ঠানের পরবর্তী পর্বে ময়মনসিংহের দিপু দাসের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব অয়ন সাহা। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দুর্গাপ্রসাদ সাহা, ডাক্তার মোফাজ্জেল হোসেন চৌধুরী, জিয়া মঞ্চ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। “সত্য সনাতন টিভি”
হিন্দু ছাত্র পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পার্থ প্রতিম বিশ্বাস, অমিত, সুদীপ্ত সাহা, অন্তু আচার্য, শুভ লাল দাস, সৌরভ সাহা, সুজয় সাহা, হৃদয় শীল, তন্ময় মজুমদার পরশ, ঋত্বিক কুন্ডু, আকাশ বিশ্বাস দয়াল, জয় হরি সরকার ও জয়ন্ত সরকারসহ আরও অনেকে। “সত্য সনাতন টিভি”
অনুষ্ঠানের শুরুতেই সূর্য প্রণাম, গীতি নৃত্য এবং গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়। সার্বিকভাবে এ আয়োজন ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।