
দিনাজপুরের শ্রীশ্রী কান্তজীউ মন্দির প্রাঙ্গণে মানব উন্নয়ন সংঘের উদ্যোগে ও ভক্তবৃন্দের পরিচালনায় নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ভগবদ গীতা যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি রোজ বুধবার আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে ভগবদ গীতার দশম অধ্যায় ‘বিভূতি যোগ’ পাঠ ও আলোচনা করা হয়। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা ধারাবাহিকভাবে শ্লোক পাঠে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গীতার দর্শন, নৈতিকতা ও মানবজীবনে এর প্রয়োগ বিষয়ে আলোচনা করা হয়। শ্লোক পাঠে অংশ নেন শ্রী হিমাংশু রায়, অনিকা রাণী রায়, বিকাশ চন্দ্র রায়, পার্বতী রাণী রায়, লাভলী রাণী রায়, গোপেশ চন্দ্র রায়, রণজিৎ কুমার রায়, মালতী রাণী রায়, সুবর্ণা দাসী, তনুশ্রী রায়, কেশব চন্দ্র মহান্ত, মাধবী রাণী রায়, স্বর্ণা রাণী রায়, মিনতি রাণী রায়, শ্যামলী রাণী রায়, রিতা রাণী রায় এবং সর্বশেষে সুজন কুমার রায়। “সত্য সনাতন টিভি”
দশম অধ্যায়ের সারসংক্ষেপ ও বিশ্লেষণ উপস্থাপন করেন শ্রীমতি গীতা রাণী রায়, অলোকা রাণী রায়, উত্তম কুমার মহান্ত, নরেশ চন্দ্র রায়, চন্দনা রাণী রায়, জগবন্ধু রায়, জগদীশ চন্দ্র রায়, দ্বীনবন্ধু রায়, রণজিৎ কুমার সিংহ, কান্তেশ্বর রায় ও বিপুলানন্দ মহন্ত।
যজ্ঞানুষ্ঠান পরিচালনা করেন শ্রী ধীরেন্দ্র নাথ রায় এবং উপস্থাপনায় ছিলেন শ্রী দিনোবন্ধু রায়। মানব উন্নয়ন সংঘের সদস্যসহ বিভিন্ন এলাকার ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়। “সত্য সনাতন টিভি”
উল্লেখ্য, মানব উন্নয়ন সংঘের মূল মন্ত্র “সমাজ বাঁচান, ধর্ম বাঁচান নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন।” এই আদর্শকে সামনে রেখে সংগঠনটি ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।