চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মজুমদারখীল গ্রামে আয়োজিত হতে যাচ্ছে শ্রী শ্রী শ্যামা পূজা ও ৪৬তম বর্ষপূর্তি মহোৎসব। স্থানীয় পূজা উদ্যাপন কমিটি ও ভক্ত-শুভানুধ্যায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসব ঘিরে ইতিমধ্যেই এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
মহোৎসবটি চলবে আগামী ১৯ থেকে ২৪ অক্টোবর ২০২৫ (১ – ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) পর্যন্ত, মজুমদারখীল শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে।
পুরো সময়জুড়ে অনুষ্ঠিত হবে শ্যামা আরাধনা, নামসংকীর্তন, ধর্মীয় নাটিকা, সাংস্কৃতিক পরিবেশনা ও আরতী কীর্তন। সন্ধ্যায় পরিবেশিত হবে “প্রণাম” ও অন্যান্য শিল্পীদের ভক্তিমূলক সংগীত, যা দর্শক ও ভক্তদের মুগ্ধ করবে।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হরিনামযজ্ঞ ও ধর্মীয় নাটিকা, যা পূজার ভক্তিময় আবহকে আরও গভীর করবে বলে আয়োজকরা জানিয়েছেন।
মহোৎসব সফল করতে ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক দল, স্থানীয় তরুণ-যুবসমাজ এবং ধর্মপ্রাণ ভক্তরা নানামুখী প্রস্তুতি নিচ্ছেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,
“এই মহোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তি, সংস্কৃতি ও ঐক্যের এক মিলনমেলা। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরিবারসহ উপস্থিত থেকে শ্যামার আশীর্বাদ গ্রহণের জন্য।”