
হাতে ক্যানুলা, শরীরে ক্লান্তির ছাপ-তবুও দায়িত্ববোধ থেকে একচুলও সরে যাননি নন্দিনী মজুমদার। নোয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাসংঘের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা হিসেবে তিনি আবারও প্রমাণ করেছেন, নেতৃত্ব মানে শুধু পদ নয়-নেতৃত্ব মানে ত্যাগ, নিষ্ঠা ও মানুষের পাশে থাকা।
শনিবার, ১০ জানুয়ারি নোয়াখালী দেবালয় মন্দির প্রাঙ্গণে লোকনাথ সেবা সংঘের আয়োজনে অনুষ্ঠিত ১৬ প্রহর ব্যাপী নামযজ্ঞে তাঁকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যায়। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি নামযজ্ঞের বিভিন্ন সেবামূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, যা উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সত্য সনাতন টিভি
নোয়াখালী দেবালয় মন্দিরে তাঁর উপস্থিতি দেখে উপস্থিত সকল ভক্ত, সেবক ও নেতাকর্মীরা প্রশংসায় পঞ্চমুখ হন। একই সঙ্গে সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে আশীর্বাদ চান।
এ বিষয়ে নন্দিনী মজুমদার বলেন,
“শরীর কিছুটা অসুস্থ হলেও সেবার কাজে নিজেকে যুক্ত রাখতে পারাই আমার কাছে সবচেয়ে বড় শক্তি। নামযজ্ঞ ও ধর্মীয় সেবামূলক আয়োজন আমাদের মানসিক শক্তি বাড়ায়। সংগঠন ও ভক্তদের ভালোবাসাই আমাকে এখানে টেনে এনেছে। সকলের আশীর্বাদে দ্রুত সুস্থ হয়ে আবারও পূর্ণ উদ্যমে কাজ করতে চাই।” সত্য সনাতন টিভি
নন্দিনী মজুমদারের এই মানবিক মনোভাব, সেবার মানসিকতা ও দায়িত্বশীল নেতৃত্ব নোয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাসংঘের জন্য গর্বের বিষয়। তাঁর এই ভূমিকা নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।