
দেশজুড়ে সোনার দামে ঊর্ধ্বগতি অব্যাহত। বিয়ের মৌসুমে গয়না কেনা যেখানে সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে উঠছে, সেখানে আরেকদিকে উদ্বেগে সোনা ব্যবসায়ীরা। কারণ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে সোনার দোকানে চুরি ও প্রতারণার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করতে দেশের মধ্যে প্রথমবার বিহারে সোনার দোকানে প্রবেশের ক্ষেত্রে পোশাকসংক্রান্ত একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, ক্রেতাদের মুখ সম্পূর্ণভাবে দৃশ্যমান না হলে সোনার দোকানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সত্য সনাতন টিভি
অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ড ফেডারেশনের নির্দেশ মেনে জানুয়ারি মাস থেকেই বিহারের বিভিন্ন জেলায় এই নিয়ম কার্যকর করা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে বোরখা, হিজাব, নাকাব, স্কার্ফ কিংবা হেলমেট পরে মুখ ঢেকে কেউ সোনার দোকানে ঢুকতে পারবেন না। দোকানে প্রবেশের আগে প্রত্যেক ক্রেতাকে মুখ পরিষ্কারভাবে দেখাতে হবে।
ফেডারেশনের বিহার রাজ্য সভাপতি অশোক কুমার বর্মা জানান, সম্প্রতি একাধিক চুরির ঘটনায় দেখা গেছে অভিযুক্তরা মুখ ঢেকে ক্রেতা সেজে দোকানে ঢুকে অপরাধ ঘটিয়েছে। এই ধরনের ঘটনা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সত্য সনাতন টিভি
তিনি আরও স্পষ্ট করেন, কোনো নির্দিষ্ট ধর্মীয় পোশাক নিষিদ্ধ করা হয়নি। শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে দোকানে ঢোকার সময় মুখ দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ম নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। সত্য সনাতন টিভি
জানা গেছে, পাটনার পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পুলিশ কর্তৃপক্ষ এই উদ্যোগে সম্মতি জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। বিরোধী দলগুলির একাংশ এই সিদ্ধান্তকে নিয়ে সরকারের সমালোচনায় মুখর হয়েছে।
এদিকে, সোনা ব্যবসায়ীদের দাবি এই নিয়ম চালু হলে চুরি ও জালিয়াতির ঘটনা অনেকটাই কমবে এবং ক্রেতা ও ব্যবসায়ী উভয়ের নিরাপত্তাই নিশ্চিত করা সম্ভব হবে।