
আজ ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহান বিপ্লবী ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মাস্টারদা সূর্য সেনের প্রয়াণ দিবস। এ উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও প্রণাম জানিয়েছে সামাজিক ও সেবামূলক সংগঠন রাম সেবক।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, মাস্টারদা সূর্য সেন ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত। তাঁর নেতৃত্বে ১৯৩০ সালে সংঘটিত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে বিবেচিত। সত্য সনাতন টিভি
বিবৃতিতে আরও বলা হয়, ১৯৩৪ সালের এই দিনে ব্রিটিশ শাসকগোষ্ঠীর নির্মম নির্যাতনের পর মাস্টারদা সূর্য সেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। তবে তাঁর আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেম আজও জাতির চেতনায় অম্লান হয়ে আছে। সত্য সনাতন টিভি
প্রয়াণ দিবস উপলক্ষে রাম সেবক-এর পক্ষ থেকে মাস্টারদা সূর্য সেনের আদর্শ অনুসরণ করে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
মাস্টারদা সূর্য সেন স্বাধীনতার এক অবিনশ্বর প্রতীকতাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও প্রণাম।