
সনাতন ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিস্তারের লক্ষ্যে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ এর উদ্যোগে ৮৮তম গীতা স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আকাশ পাল। উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশনা। গীতা স্কুলের মাধ্যমে শিশু-কিশোররা নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ- আকাশ দাস, শান্ত শীল, শুভ দাস, পুলক পাল, দীপ নাথ, দুর্জয় দাস, বিপ্লব দাস এবং অবিক সরকার। বক্তারা বলেন, বর্তমান সমাজব্যবস্থায় নৈতিক অবক্ষয় রোধে গীতা শিক্ষার গুরুত্ব অপরিসীম। গীতা স্কুলের মাধ্যমে নতুন প্রজন্ম ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সত্য সনাতন টিভি
আলোচনা সভা শেষে গীতা স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও গীতা স্কুল প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ দীর্ঘদিন ধরে সনাতন ধর্মীয় শিক্ষা, সামাজিক সচেতনতা ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ৮৮তম গীতা স্কুলের উদ্বোধন সংগঠনটির সেই ধারাবাহিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।