
আগামী ২৩ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাওয়া দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রস্তুতির বিষয়গুলো অবহিত করতে বাঁশখালী উপজেলা প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুম্ভমেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
আজ ১৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সাক্ষাতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাম্মদ জামশেদুল আলম এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. খালেদ সাইফুল্লাহর সঙ্গে মেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক সহযোগিতা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন কুম্ভমেলা উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শ্রী অনুপম বিশ্বাস, সদস্যসচিব শ্রী চন্দ্রশেখর মল্লিক, অর্থ সচিব শ্রী তড়িৎ কান্তি গুহ, অ্যাডভোকেট ভূপাল কান্তি গুহ, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ-এর সহ-সভাপতি শ্রী চন্দন দাশ, বাঁশখালী শাখার সভাপতি শ্রী অলক দাশ, সাধারণ সম্পাদক শ্রী ঝুন্টু কুমার দাশসহ কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ দিলীপ দত্ত, দোলন দাশ প্রমুখ। “সত্য সনাতন টিভি”
আলোচনায় মেলার ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা হয় এবং দেশ-বিদেশ থেকে আগত সাধু-সন্ন্যাসী, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা, যাতায়াত, স্বাস্থ্যসেবা, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। উপজেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষ মেলাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা একটি ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন হিসেবে প্রতিবছর বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। এবারের দ্বাবিংশতম আসরকে আরও সুশৃঙ্খল ও সফল করতে আয়োজক কমিটি শুরু থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।