
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ঐতিহাসিক ও পবিত্র ধর্মীয় স্থানসমূহে অনুমতি ছাড়া কোনো ধরনের রাজনৈতিক, সাংস্কৃতিক কিংবা ব্যক্তিগত আয়োজন নিষিদ্ধ ঘোষণা করেছে সীতাকুণ্ড স্রাইন কমিটি।
শ্রাইন কমিটির সভাপতি আচার্য অর্পূর কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশনা ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত সীতাকুণ্ড স্রাইন কমিটির অনুমতি ছাড়া স্রাইন এর কোনো সম্পদ ব্যবহার করে অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্রাইন এলাকায় অনুমতি ব্যতীত পিকনিক, রাজনৈতিক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ব্যক্তিগত কোনো আয়োজন করলে তা আইনগত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বিশেষ করে চন্দ্রনাথ ধাম, কায়াকূষ্ঠ ধাম ও আদিনাথ ধামের পবিত্রতা ও ধর্মীয় ভাবগম্ভীরতা রক্ষার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, এসব পবিত্র স্থানের পরিবেশ ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রশাসন, রাজনৈতিক দল এবং ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সহযোগিতা একান্ত প্রয়োজন।
সীতাকুণ্ড স্রাইন কমিটি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবাই নিয়ম মেনে চলবেন এবং ধর্মীয় স্থাপনাগুলোর পবিত্রতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। “সত্য সনাতন টিভি”