
নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুরে এবারই প্রথম আয়োজিত হতে যাচ্ছে গঙ্গা আরতি। জেলার বিসর্জন ঘাটে আগামী ২৯ ডিসেম্বর এই আরতি অনুষ্ঠিত হবে ফরিদপুর হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে। সনাতন ধর্মীয় ঐতিহ্যের অন্যতম পবিত্র এই আনুষ্ঠানিকতা ফরিদপুরে আগে কখনো হয়নি। তাই অনুষ্ঠানকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। “সত্য সনাতন টিভি”
গঙ্গা আরতি মূলত গঙ্গা দেবীর প্রতি ভক্তি, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের আধ্যাত্মিক অনুষ্ঠান। এর মাধ্যমে সাধক-ভক্তরা আত্মশুদ্ধি, শান্তি ও আশীর্বাদ কামনা করে। ভারতীয় উপমহাদেশে দীর্ঘদিন ধরে পালিত হলেও, দেশের অনেক স্থানে এ ঐতিহ্য আজ বিলুপ্তপ্রায়। ফরিদপুরের তরুণরা সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এবার নতুন উদ্যোগ নিয়েছে।
হিন্দু ছাত্র পরিষদের নেতৃবৃন্দ সত্য সনাতন টিভিকে জানিয়েছেন,
“এই প্রথম ফরিদপুরে গঙ্গা আরতি আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠান সফল করতে সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি। আশা করি, সবার অংশগ্রহণে ফরিদপুরের সনাতনী সমাজকে একটি সুন্দর ও অনন্য আয়োজন উপহার দিতে পারবো।” “সত্য সনাতন টিভি
অনুষ্ঠানে ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা, পরিবেশনা ও আধ্যাত্মিক আবহ থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। সন্ধ্যায় প্রদীপ, শঙ্খধ্বনি ও স্তোত্রপাঠে মুখর হবে বিসর্জন ঘাট এলাকা।
সকল সনাতনী ধর্মপ্রাণ মানুষকে পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ফরিদপুর হিন্দু ছাত্র পরিষদ।