
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তদের হামলায় মনি চক্রবর্তী (৫৫) নামের এক হিন্দু মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গত ৫ জানুয়ারি ২০২৫ ইংরেজি সোমবার রাত্রিবেলা এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মনি চক্রবর্তী নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন। সত্য সনাতন টিভি
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও মনি চক্রবর্তী নিজের মুদি দোকানে বসে ব্যবসা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হঠাৎ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই অথবা হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে জানা গেছে। সত্য সনাতন টিভি
ঘটনার পরপরই চরসিন্দুর বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মনি চক্রবর্তী অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং কারও সঙ্গে তার কোনো বিরোধ বা শত্রুতা ছিল বলে তারা জানেন না। সত্য সনাতন টিভি
প্রকাশ্য বাজারে দিনের আলোতে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একজন ব্যবসায়ী প্রকাশ্যে হত্যার শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। সত্য সনাতন টিভি
তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।