
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ভারতের মাটিতেও প্রতিবাদের ঝড় উঠল। বাংলাদেশে সংখ্যালঘু সনাতনী যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ পোস্ট অফিস মোড়ে বাম ছাত্র সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের ছবি জ্বালিয়ে তীব্র প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধারাবাহিকভাবে নির্যাতন ও সহিংসতা চালানো হচ্ছে। দীপু দাসের হত্যাকাণ্ড সেই নির্যাতনেরই এক ভয়াবহ উদাহরণ। তাঁদের দাবি, সংখ্যালঘুদের উপর যে কোনো ধরনের আক্রমণ তা যে দেশেই ঘটুক না কেন তার বিরুদ্ধে বাম ছাত্র ও যুব সংগঠন সর্বদা সোচ্চার থাকবে।
বিক্ষোভ মঞ্চ থেকে বক্তারা বলেন, ধর্মের নামে হিংসা ও বিদ্বেষ মানবতার পরিপন্থী। শুধু বাংলাদেশেই নয়, ভারতের মধ্যেও সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনাগুলির বিরুদ্ধেও তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন। এ প্রসঙ্গে তাঁরা সম্প্রতি রাজ্যে গীতা পাঠের একটি অনুষ্ঠানে এক মুসলিম প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনার কথাও তুলে ধরেন।
এদিনের কর্মসূচিতে বাংলাদেশের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এর উপর হামলা ও ধ্বংসযজ্ঞের ঘটনাতেও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বিক্ষোভকারীদের মতে, সংস্কৃতি ও ধর্মীয় সহাবস্থানের উপর আঘাত মানেই গণতন্ত্র ও মানবাধিকারের উপর আঘাত।
বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দীপু দাস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।