
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে সম্প্রতি বৃন্দাবনে প্রেমানন্দ জি মহারাজের দরবারে দেখা গেছে। কপালে তিলক, গলায় তুলসীমালা, চোখে আবেগের ছাপ এই দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
২০২৫ সালের বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্য থেকে ভারতে ফেরেন বিরাট কোহলি। দেশে ফেরার পরপরই স্ত্রী অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে তিনি বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিতে যান। এই সাক্ষাতের ভিডিও ভজন মার্গের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। “সত্য সনাতন টিভি”
ভিডিওতে দেখা যায়, প্রেমানন্দ মহারাজ দম্পতিকে আধ্যাত্মিক উপদেশ দিচ্ছেন। তিনি বলেন,
“তোমরা তোমাদের কাজকে ঈশ্বরের সেবা হিসেবে বিবেচনা করো। গম্ভীর হও, বিনয়ী হও এবং নিয়মিত ভগবানের নাম জপ করো।” মহারাজের এই বাণীতে গভীর মনোযোগে শোনেন বিরাট ও অনুষ্কা।
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরে এটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বৃন্দাবনে তৃতীয় সফর। জানুয়ারিতে সন্তানদের নিয়ে তারা প্রেমানন্দ জি মহারাজের আশীর্বাদ নিতে এসেছিলেন। এছাড়াও, মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার একদিন পরও বিরাট কোহলি এই আধ্যাত্মিক গুরুর সঙ্গে সাক্ষাৎ করেন। জীবনের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় তিনি প্রায়শই প্রেমানন্দ মহারাজের কাছে দিকনির্দেশনা ও আশীর্বাদ নিতে যান। এই দম্পতির আধ্যাত্মিক অনুরাগ ও বিনয়ী উপস্থিতি আবারও অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে।